তালায় পল্লী চিকিৎসার আড়ালে প্রতারণার অভিযোগ
ফারুক সাগর,তালা :
সাতক্ষীরার তালা উপজেলায় পল্লী চিকিৎসার আড়ালে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্ত পল্লীচিকিৎসক উপজেলার বাগডাঙা গ্রামের শিব গল্দারের ছেলে উজ্জল গল্দার(২৯)। অষ্টম শ্রেণী পাশ করে কাজ করত ঔষধের দোকানে। পরবর্তীতে পল্লীচিকিংসক সেজে এলাকার মানুষের সাথে প্রতারণা করে চলেছে।
সূত্রে জানা যায়,চিকিৎসা পেশার আড়ালে নিরিহ মানুষকে পুলিশ হয়রানি করে নিয়মিত টাকা আদায় করেন সে। তার অপকর্মের বিষয় মুখ খুললে হতে হয় পুলিশি হয়রানির স্বীকার। নাম না জানানোর শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান,উজ্জল কোন প্রতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ফার্মেসীর দোকান খুলে ডাক্তারী চেম্বার বসিয়ে নিয়মিত রোগী দেখেন।
এছাড়া তার ওই চেম্বারে বসে ঘটানো হয় অবৈধ গর্ভপাতের মত ঘটনা। বর্তমানে সে থানা পুলিশের সাথে গভীর সখ্যতা গড়ে এলাকার নিরীহ মানুষকে হয়ারনি করে। তারা আরও অভিযোগ করে বলেন,উজ্জল নিজে একজন মাদক সেবী। সে এলাকার উঠতি বয়সী ছেলেদের কাছে ঘুমের ঔষধ ও কাশির সিরাপ বিক্রি করে তাদের নেশায় আসক্ত করে মাদকের সম্রাজ্য গড়ে তুলেছে।
এছাড়া তার কোন ফার্মেসীর লাইসেন্স এবং পল্লীচিকিৎসকের কোন সনদপত্র না থাকা সত্বেও দিনের পর দিন মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করে যাচ্ছে। প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা গ্রহণের দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
বিষয়টি নিয়ে পাটকেলঘাটা থানা পল্লীচিকিৎসক সমিতির সভাপতি হাদিউজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন,উজ্জল নামে কোন পল্লীচিকিংসক আছে বলে আমার জানা নেই। এছাড়া প্রতিষ্ঠানিক শিক্ষা ছাড়া কারোর কোন চিকিৎসা সেবা দেওয়ার এক্তিয়ার নেই। যদি কেউ করে থাকে তবে সে একজন ভূয়া চিকিৎসক।
তালা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, এধরনের প্রতারকদের বিরুদ্ধে প্রশাসন সচেষ্ট আছে। দ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।