শ্যামনগরে কারিতাসের উদ্যোগে সিআইএমএমএস প্রকল্পের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগরে কারিতাসের উদ্যোগে সিআইএমএমএস প্রকল্পের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ৷ ৫ জুন ২০২৩ তারিখ সকাল ১০ টায় কারিতাস খুলনা অঞ্চলের অধিনে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৯৩ নম্বর নতুন ঘেরি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভেটখালী মুন্ডা পাড়ায় গ্রাম পর্যায়ে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব (সিআইএমএমএস) প্রকল্পের অধীনে বিশ্ব পরিবেশ দিবস -২০২৩ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে , র্যালি , আলোচনা সভা ও গাছের চারা বিতরণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের র্যালি ভেটখালী মুণ্ডা পাড়া থেকে সন্নিকটবর্তি বাজার প্রদক্ষিন করে ৯৩ নং নতুন ঘেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিরে আসে। পরবর্তিতে এক আলোচনা সভা এবং গাছের চারা বিতরণের আয়োজন করে। এ সমস্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সভাকে এগিয়ে নেন ইউপি সদস্য জনাব মোঃ আব্দুস সালাম। প্রকল্পের পক্ষ থেকে (সিআইএমএমএস) প্রকল্পের ইউনিয়ন ডেভলপমেন্ট ওয়ার্কার মোঃ শরিফুল ইসলাম দিবসটির তাৎপর্য ও দিবসটি পালনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ খলিলুর রহমান সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
Please follow and like us: