সাতক্ষীরায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পুরষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত
রঘুনাথ খাঁ:
“প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ রোধে আলোচনাসভা ও পুরষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বুড়গোয়ালিনি ও আটুলিয়া পরিবেশষ উন্নয়ন ক্লাবের আয়োজনে বিশিষ্ঠ পরিবেশবীদ খালেদ শামস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জ্যেষ্ট মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন গণমুখী ফাউন্ডেশনের পরিচালক আলমগীর কবীর, সাংবাদিক এমএ হালিম, উৎপল মÐল, পরিবেশ কর্মী মারুফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণের ভয়াবহতার ফলে বাতাসের তাপমাত্রা বৃদ্ধি ও সবুৃজ ধ্বংস ছাড়াও আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। দূষিত হচ্ছে পরিবেশ। প্রযুক্তিগত ও পরিবেশগত উন্নয়নের মাধ্যমে একতাবদ্ধ হয়ে আমাদের এর প্রতিকার করতে হবে।
আলোচনাসভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্লাস্টিকের বোতল, সিপি ককশিট, কলম ও সুতা দিয়ে গ্যাসের চুলা, কলমদানি বাড়িসহ সুইমিং পুল, ডিম ফোটানো মেশিন, ফুলদানি, ওয়েট পেপার, ঝাড়বাতিসহ বিভিন্ন জিনিপত্র তৈরি করে প্লাস্টিককে কিভাবে ব্যবহার করা যায় তা তুলে ধরেন। শেষে তিনটি প্রতিষ্ঠানকে চারাগাছ পুরষ্কৃত করা হয়। এ ছাড়া প্রযুক্তিগত ও পরিবেশগত উন্নয়নের মাধ্যমে সাতক্ষীরা জেলার বাঁকড়া খাতের উদ্যোগকে শক্তিশালীকরণ এর লক্ষ্যে কাঁকড়া খামারীদের সনদপত্র বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসন, ব্রাকসহ বিভিন্ন সংগঠণ দিবসটি নানান কর্মসুচির মধ্য দিয়ে পালন করে।