নড়াইলে গ্রাম পুলিশ খুনের ঘটনায় আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশ খুনের ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে আজ ০১ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে লক্ষীপাশা ঢাকা মহসড়কে মানববন্ধন করেছে উপজেলা গ্রাম পুলিশ বাহিনী।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা তাদের বক্তবে জানায়, তৃণমূল পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সহ সকল বাহিনীকে তথ্য সহযোগীতা করে থাকে গ্রাম পুলিশ। সেই দায়িত্ব পালন করতে যেয়ে যে সহকর্মী হত্যার শিকার হয়েছে, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা সহ নিজেদের নিরাপত্তায় আগ্নীয়অস্ত্র সরবারহের দাবী জানায়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন, গ্রাম পুলিশ সংগঠনের কেদ্রীয় কমিটির সভাপতি উজ্জ্বল খান, সাধারণ সম্পাদক সাহিদুল দেওয়ান নিহত গ্রাম পুলিশ বকুলের মা স্ত্রী সন্তান সহ স্থানীয় জন প্রতিনিধিগন।
উল্লেখ্য গত ২৮/০৫ ২০২৩ ইং রাত্রে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ চিহ্নিত সংঘবন্ধ সন্ত্রাসী গ্রুপ আয়নাল বাহিনীর হাতে খুন হন।