সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার (২১ মে) রাত ৮ টার দিকে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আকাশ হোসেন (১৭) সে সাতক্ষীরার পাটকেলঘাটা সদরের নজরুল ইসলামের ছেলে। নিহত অপরজন অংকুশ সরকার (১৭) সে পাটকেলঘাটা সদরের নিমাই সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেল যোগে আকাশ ও অংকুশ সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলো। পতিমধ্য বিনেরপোতা এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা দুইজন নিহত হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, বিনেরপোতা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ফায়ার সার্ভিস মরহেদ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়েছে। পুলিশ ইতোমধ্য ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও জানান, ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
Please follow and like us: