সাতক্ষীরায় শুরু হলো ধান ও চাল সংগ্রহ মৌসুম
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় শুরু হয়েছে বোরো ধান ও চাল সংগ্রহ মৌসুম। এ বছর জেলায় কৃষকদের কাছ থেকে ৬ হাজার ১৯২ মেট্রিকটন ধান ও মিলারদের থেকে ১৭ হাজার ৮০১ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।
বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১২টায় সদর খাদ্য গুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, সদর টিসিএফ জাকির হোসেন, ওসিএলএসডি আমিনুর রহমানসহ আরও অনেকে।
উদ্বোধনকালে জানানো হয়, সদর উপজেলা খাদ্য গুদামে ৯ হাজার ২০৯ মেট্রিকটন চাল ও এক হাজার ৮১৩ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। সরকার প্রতি কেজি ধান ৩০ টাকা ও চাল ৪৪ টাকা দরে ক্রয় করবে।