তালায় পানি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
ফারুক সাগর, তালা (সাতক্ষীরা) :
সাতক্ষীরার তালা উপজেলার পানি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) তালা উত্তরণ আইডিআরটিতে কেন্দ্রীয় পানি কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
দিলীপ সানার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড:কামরুজ্জামান,অধ্যাপক হাসেম আলী ফকির, বিষ্ণুপদ দত্ত,শেখ সেলিম আকতার স্বপন, সাংবাদিক মোঃ মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার,সরদার ইমান আলী,অধ্যাপক রেজাউল করিম,অধ্যাপক অচিন্ত্য সাহা,মো: রুহুল আমীন,আশরাফুন নাহার, কল্পনা সরকার,আব্দুর রউফ বাবু,শেখ আবদুল হান্নান,মীর জিল্লুর রহমান, শিবপদ মল্লিক,জিএম শহিদুল্লাহ,নাদির হোসেন, মফিজুর রহমান,গাজী জাহিদুর রহমান,আব্দুল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মৃতপ্রায় নদীসমূহে টিআরএম বাস্তবায়নে বিডিপি-২১০০ অনুসরণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদেরকে পরিস্থিতি তুলে ধরে প্রেজেন্টেশন দেয়া,সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নদীর বর্তমান পরিস্থিতি অবহিত করা এবং বিডিপি-২১০০ বাস্তবায়নে জনগণকে সচেতন করে জনসংযোগের আহ্বান জানানো হয়।