দেবহাটা প্রেসক্লাবে বিদায়ী ওসি ওবায়দুল্যাহকে সংবর্ধনা ও নবাগত বাবুল আক্তারকে বরণ
মোমিনুর রহমান:
দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে সদ্য বিদায়ী ওসি শেখ ওবায়দুল্যাহকে বিদায় সংবর্ধনা প্রদান ও নবাগত ওসি মো. বাবুল আক্তারকে বরণ করে নেয়া হয়েছে। শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে সদ্য বিদায়ী ও নবাগত ওসির হাতে ফুল ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রেসক্লাব নের্তৃবৃন্দ। দীর্ঘ ২০ মাসের কর্মকালীন সময়ে সাংবাদিকদের ভালবাসা ও সহযোগীতার স্মৃতিচারণ করতে গিয়ে এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী ওসি ওবায়দুল্যাহ। প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন নবাগত ওসি মো. বাবুল আক্তার এবং সংবর্ধিত অতিথি ছিলেন সদ্য বিদায়ী ওসি শেখ ওবায়দুল্যাহ।
এসময় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব ও আব্দুর রব লিটু, বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি রাজু আহমেদ ও আবু হুরাইরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান।
অনুষ্ঠানটিতে প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপী, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, অর্থ সম্পাদক এস. কে অভি, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন সাবেক আহ্বায়ক আজিজুল হক আরিফ, সাবেক অর্থ সম্পাদক কবির হোসেন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, আব্দুস সালাম, এসএম নাসির উদ্দীন, সহযোগী সদস্য উত্তম কুমার ধাড়া সহ অন্যান্য নের্তৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
নবাগত ওসি মো. বাবুল আক্তার বক্তৃতায় দেবহাটাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্তসহ সার্বিক অপরাধ দমনে প্রেসক্লাব নের্তৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন।