সমরেশ মজুমদার আর নেই
অনলাইন ডেস্ক:
‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’সহ অসংখ্য জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার আর নেই। আজ সোমবার সন্ধ্যায় কলকাতায় তাঁর মৃত্যু হয়েছে।
খ্যাতনামা এই কথাসাহিত্যিকের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে। সেখানেই তিনি সন্ধ্যা পৌনে ছয়টা নাগাদ শেষনিশ্বাস ত্যাগ করেন।
পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের পটভূমিতে ত্রয়ী উপন্যাস ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’ লিখেছিলেন সমরেশ মজুমদার। এ ছাড়া ‘সাতকাহন’, ‘গর্ভধারিণী’, ‘অর্জুন’, ‘মেজরের অ্যাডভেঞ্চার’সহ তাঁর বহু উপন্যাস দুই বাংলায় জনপ্রিয়তা পেয়েছিল।
সাহিত্য একাডেমি পুরস্কারসহ আরও অনেক পুরস্কার পেয়েছেন সমরেশ মজুমদার।
Please follow and like us: