গণতন্ত্র মঞ্চ ছাড়ার কারণ জানালেন রেজা কিবরিয়া ও নুরুল

অনলাইন ডেস্ক:

সাত দলের জোট গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসার কারণ জানালেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। তিনি বলেছেন, গণতন্ত্র মঞ্চ তাঁদের জন্য সঠিক প্ল্যাটফর্ম ছিল না। গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে এলেও মানুষের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য যুদ্ধ চালিয়ে যাবেন তাঁরা।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ সোমবার ‘দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা ও সংকট’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে রেজা কিবরিয়া এসব কথা বলেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

রেজা কিবরিয়া বলেন, ‘আপনারা খেয়াল করেছেন, আমরা একটা মঞ্চ থেকে সরে এসেছি। আমাদের মনে হয়েছে, গণ অধিকার পরিষদের জন্য সেটা ঠিক প্ল্যাটফর্ম ছিল না। দেশের মানুষের অধিকারের জন্য আমাদের যে যুদ্ধ, সেটা আমরা চালিয়ে যাব। এই সরকারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে, এটা আপনারা নিশ্চিত থাকেন।’

দেশে আইনের শাসন নেই, তা ফেরত আনতে হবে উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, ‘গণ অধিকার পরিষদ দেশের মানুষের ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেই যাচ্ছে। এই ব্যাপারে আমরা অনড়।’

প্রবাসীরা দেশের সবচেয়ে বড় সম্পদ বলে মন্তব্য করেন রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘আমাদের তেল নাই, গ্যাস নাই, কোনো সোনা নাই। কিন্তু আমাদের সোনার মানুষ আছে। তারা বিদেশে থেকে দেশের জন্য যা করছে, তা ভুলতে পারি না।’

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক বলেন, ‘আমরা একটা জোটে ছিলাম। সেই জোট থেকে আমরা লিভ (বেরিয়ে আসা) করেছি। কেন করেছি, কোন প্রেক্ষাপটে করেছি, সেটা আমরা বলেছি। একটা কথা স্পষ্ট করেছি যে আমরা জোটে না থাকলেও বর্তমান ফ্যাসিবাদ পতনে, বাংলাদেশকে রক্ষায় বিরোধী দলগুলোর যে যুগপৎ আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমাদের সর্বাত্মক শক্তি ও সহযোগিতা নিয়ে রাজপথে থাকব।’

বর্তমান সরকার দেশকে সংকটে ফেলেছে উল্লেখ করে নুরুল হক বলেন, ‘নির্বাচন নিয়ে দেশে চরম সংকট তৈরি হয়েছে। বিরোধী দলগুলো বলছে, আলাপ-আলোচনা করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিন। সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে, তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে। আমরা সবাই সহযোগিতা করব।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম অভিযোগ করে বলেন, ‘প্রবাসীদের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তাই তারা দাবিগুলোর প্রতি মনোযোগ দিচ্ছে না। আমরা এই সরকারের কাছে ভিক্ষা চাই না। আমাদের এই মুহূর্তের আন্দোলন, এই সরকারের পরিবর্তন।’

প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে প্রবাসীদের অধিকার রক্ষায় ১০ দফা দাবি তুলে ধরা হয় অনুষ্ঠানে।

শরিকদের সঙ্গে কোনো আলোচনা না করেই গত শনিবার জোট ছাড়ার ঘোষণা দেয় গণ অধিকার পরিষদ। গতকাল রোববার গণতন্ত্র মঞ্চের বৈঠকে আকস্মিকভাবে হাজির হয়ে জোট ছাড়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক। এই মঞ্চ গঠনের ৯ মাসের মধ্যে গণ অধিকার পরিষদ এই জোট থেকে বেরিয়ে গেল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)