আশাশুনিতে জমিজমা নিয়ে প্রতিপক্ষের হমালায় আহত-৬
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনিতে দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে অনাধিকার প্রবেশ করে হামলার ঘটনায় ঘেরমালিকসহ ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকাল ৯ টার দিকে উপজেলার নাংলা গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে ঘের মালিক ইসহাক আলী বাদী হয়ে থানায় লিখিত এজহার দাখিল করেছেন।
নাংলা গ্রামের জতিরুদ্দিন সানার ছেলে ঘের মালিক ইসহাক আলী বাদী হয়ে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, দক্ষিণ একসরা মৌজায় বাদীর খরিদা ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত প্রায় ২০ বিঘা জমি রয়েছে। জমিতে তিনি ভোগদখলে থেকে উপমত্ত¡ ভোগ করে আসছেন। দক্ষিণ একসরা গ্রামের মৃত আনসার মোল্যার ছেলে নজরুল, রজব আলী গাজীর ছেলে শাহিনুর, রুপচাঁদ গাজীর ছেলে রজব, ওৎবের ছেলে হারুন, ইয়াছিন, ছলেমান, হারুন গাজীর ছেলে সাগর, কামরুল মোল্যার ছেলে আনারুল, মৃত আনসার মোল্যার কন্যা জরিনা, রজবের কন্যা রোজিনা ও ছলেমান গাজীর কন্যা তহমিনাদের সাথে তাদের দীর্ঘদিনের বিরোধ ও মামলা চলমান রয়েছে।
এরই জের ধরে বহস্পতিবার (৪ মে) সকাল ৯ টার দিকে ইসহাক দিং ঘেরে পাহারা ও মাছ ধরাকালীন প্রতিপক্ষ জমিতে অনাধিকার প্রবেশ করে দা, শাবল, রড, লাঠি নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করলে বাদী এবং বাদীর ভাগ্নে হাসান গাজী, চাচাত ভাই হাসান সানা, বোন ছবিরোন নেছা, ভাইপো সোহাগ, ভাগ্নে হোসাইন রক্তাক্ত জখম হয়। আক্রমনকারীরা লুটপাট ও শ্লীলতাহানি ঘটায়। স্বাক্ষীরা উপস্থিত হলে খুন জখমের হুমকী দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত ৫ জনকে এ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।