কলারোয়ার মির্জাপুরে নিরহ ব্যক্তিকে জিম্মে করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের মির্জাপুর মৌজায় এক নিরহ ব্যক্তিকে জিম্মে করে দা ও লাঠির ভয় দেখিয়ে জোর পূর্বক জমি দখল করে কাটা তারের বেড়া দিয়ে জমি দখল করে নিয়েছে আব্দুস সবুর ও আব্দুল আলিম রাজুসহ তার ভাড়াটিয়া দলবল। বৃহস্পতিবার (৪ মে) সকালে তারা ওই বিরোধপূর্ন জমিতে প্রবেশ করে পূর্বের সীমানা প্রাচীর ভাংচুর করে জমি দখল করে নেয়।
এসময় তারা ওই জমিতে কাটা তারের বেড়া দিয়ে দেয়। ক্ষতিগ্রস্ত মির্জাপুর গ্রামের মৃত বজলুর রহমান সরদারের ছেলে আজিমুজ্জামান আজিম ও তার স্ত্রী আর্জিনা খাতুন জানান-তাদের রেকর্ডিও জমি উপজেলার আলাইপুর গ্রামের মৃত শেখ আব্দুল করিমের ছেলে আব্দুস সবুর ও আব্দুল আলিম রাজু দীর্ঘ দিন ধরে জবর দখলের চেষ্টা করে আসছে। এনিয়ে আদালতে মামলা করা হয়। আদালতের মামলার রায় তাদের পক্ষে দেয়। কিন্তু আব্দুস সবুর আদালতের এ রায় মানেন না।
বৃহস্পতিবার সকালে বহু অপরিচিত লাঠিয়াল বাহিনির লোকজন নিয়ে ওই বিরোধপূর্ন জমিতে প্রবেশ করে তার সীমানা প্রাচীর ভাংচুর করে। পরে তারা অস্ত্রের মূখে জিম্মে করে ওই জমি দখল করে কাটা তারের বেড়া দিয়ে দেয়। এনিয়ে আজিমুজ্জামান বাদী হয়ে কলারোয়া থানায় ন্যায় বিচার পাওয়ার জন্য একটি অভিযোগও দিয়েছেন বলে জানান।
এবিষয়ে আব্দুস সবুর বলেন, তিনি কারর জমি দখল করেনি। তিনি তার নিজের জমিতে বেড়া দিয়েছেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গত সোমবার দুই পক্ষের নিকট থেকে দুইটি লিখিত অভিযোগ পেয়েছি। সেটি উভয় পক্ষ মিমাংসা করে নিয়েছেন।