হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ

অনলাইন ডেস্ক:

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দুদিন সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৩ মে) বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি এবং শুক্রবার (৫ মে) সাপ্তাহিক সরকারি ছুটি; যার কারণে দুদিন বন্ধ থাকছে আমদানি-রফতানি বাণিজ্য।

তবে শনিবার (৬ মে) থেকে যথারীতি স্বাভাবিক হবে বন্দরের কার্যক্রম।

বাংলা হিলি সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, দুদিন বন্ধ থাকবে আমদানি-রফতানি বাণিজ্য। তবে শনিবার থেকে যথারীতি স্বাভাবিক হবে বন্দরের কার্যক্রম।

হিলি পানামা পোর্ট লিং লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাব মল্লিক জানান, সরকারি ছুটি হওয়ায় আমদানি-রফতানি বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দরের লোড আনলোডসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ জানান, সরকারি ছুটির কারণে আমদানি-রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)