শব্দ দূষণ রোধে জনসচেতনতা বাড়ানো খুবই প্রয়োজন -সিভিল সার্জন
নড়াইল প্রতিনিধি:
সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন এই প্রতিপাদ্য নিয়ে নড়াইলে পালিত হলও আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। এ উপলক্ষে বুধবার (২৬ এপ্রিল) সকালে একটি র্যালী বের করে পরিবেশ অধিদপ্তর। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালীটি শুরু হয়ে আদালত চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দ দূষণের উপর আলোচনা ও স্লাইড প্রদর্শন করা হয়। অতি: জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিষয়বস্তু উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা.সাজেদা বেগম। আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.মোঃ.লুৎফর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা।
সিভিল সার্জন তার বক্তব্যে বলেন, আমরা শব্দ দূষণের ফলে প্রতিনিয়তই শ্রবণ শক্তি হারাচ্ছি, এ জন্য এই বিষয়ে জনসচেতনতা বাড়ানো খুবই প্রয়োজন। এ বিষয়ে জানতে চিকিৎসকের কাছে যেতে হবে।