বুধহাটা বাজারে নিয়মভঙ্গ করে আম বিক্রির মহোৎসব
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা):
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে বিশেষ রাসায়নিক দ্রব্য স্প্রে করা আমে বাজার সয়লাব হয়ে গেছে। কর্তৃপক্ষের নজরদারি না থাকায় সরকারি বিধি নিষেধ অমান্য করে অপরিপক্ব আমে রাসায়নিক দ্রব্য স্প্রে করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় আম বাজার জাত করে যাচ্ছে। উপজেলার কুল্যা মোড়ে খুচরা বিক্রেতার দোকানে অসময়ে আম উঠিয়ে বিক্রয় করছেন।
স্থানীয়রা জানান, কিছু ব্যবসায়ীর মধ্যে আম ব্যবসায়ী জিয়াদ আলী সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে অপরিপক্ব আমে রাসায়নিক দ্রব্য স্প্রে করে আমের রঙ পাকার মত করে ও আম নরম করে বাজার জাত করে যাচ্ছেন। এছাড়া উপজেলার কোন কোন বাজারে কিছুটা শুকনা প্রকৃতির, ছোট ছোট আম বিভিন্ন অবৈধ পন্থায় পাকিয়ে বাজারে বিক্রয় করে যাচ্ছে। এব্যাপারে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।