ঈদ উপলক্ষে ছয়দিন বন্ধ থাকবে ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ঈদুল ফিতর উপলক্ষ্যে ছয়দিন আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। বুধবার (১৯ এপ্রিল) থেকে সোমবার (২৪ এপ্রিল) আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীরা ভারত,বাংলাদেশে যাতায়াত করতে পারবেন বলে বিষয়টি নিশ্চিত করেছে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
ভোমরা সিএন্ড এজেন্টের সাধারণ সম্পাদক মাকসুদ আলম জানান, ভোমরা বন্ধরের সাথে সম্পৃক্ত ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ভারত সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দরা একত্রে এই সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়েছে যে, ১৯ (এপ্রিল) বুধবার থেকে ২৪ এপ্রিল (সোমবার) সকল প্রকার আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। ২৫ এপ্রিল থেকে পুনঃরায় আবার সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালবে।
তিনি আরো জানান,এ সময় পাসপোর্টধারী যাত্রীরা ভারত,বাংলাদেশে যাতায়াত করতে পারবেন।
ভোমরা বন্দরের রাজস্ব কার্যালয়ের সহকারী কমিশনার মনিরুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে ছয় দিন আমদানি রপ্তানি সকল কার্যক্রম বন্ধ থাকিবে। ২৫ এপ্রিল থেকে পুনঃরায় সকল কার্যক্রম থাকবে।