নড়াইলে পবিত্র ঈদুল ফিতর সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে পবিত্র ঈদুল ফিতর সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন করতে এ সংক্রান্ত সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রস্তুতি মুলকসভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।
প্রস্তুতি মুলকসভায় বক্তরা আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নড়াইল জেলার সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিরাপদ, ব্যাংক, বিপনী বিতান, শপিংমলসমূহের নিরাপত্তা ও সড়কে যাত্রীদের সার্বিক সুবিধা-অসুবিধা মনিটরিং, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নড়াইল শহরের ঈদগাহের নিরাপত্তা ও জামাতের সময় নির্ধারণ করা হয়।
এসময় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডা: সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম গন। সভায় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।