সোহাগের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উড়িয়ে দিলেন বাফুফে সভাপতি
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ফুটবল ফেডারশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ মানতে নারাজ সংস্থাটির সভাপতি কাজী সালাহউদ্দিন। তার মতে, সোহাগের বিরুদ্ধে কোড অব ইথিকস ভঙের অভিযোগ এনে শাস্তি দিয়েছে ফিফা। জানিয়েছেন, সভা ডেকে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাফুফে।
অর্থের দোহায় দিয়ে বাংলাদেশ নারী দলকে অলিম্পিক বাছাইয়ে না পাঠিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের রোষানলে বাফুফের কর্তারা। তার ওপর গুরুতর অভিযোগ নিয়ে হাজির আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফাও। বাফুফের সাধারণ সম্পাদক সোহাগ ফিফার ফান্ড নিয়ে মিথ্যা তথ্যের আশ্রয় নিয়েছেন বলে প্রমাণ পেয়েছেন তারা। এমন অপরাধের শাস্তি হিসেবে তাকে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে দুই বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে সোহাগকে।
এ নিয়ে শনিবার (১৫ এপ্রিল) বাফুফে ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সভাপতি কাজী সালাহউদ্দিন। সেখানে তিনি জানান, সোহাগের বিরুদ্ধে অর্থ নিয়ে জালিয়াতির কোনো অভিযোগ ওঠেনি, অভিযোগ ছিল কোড অব ইথিকস ও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছিল। বাফুফের সকল কর্মকর্তার সঙ্গে বসে সোহাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
সালাহউদ্দিন বলেন, ‘ওরা (ফিফা) কিন্তু বলে নাই আর্থিক অনিয়ম। কোড অব এথিক্স এবং রেসপনসিবিলিটি নিয়ে বলেছে। যাই বলা হয়েছে সবই এখানে আসবে, লুকানোর কিছু নাই। তবে কিছু বলার আগে আমার সকলের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। আমার সব ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র মেম্বারদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্ত যেটা হবে সেটাই আমি সকলকে জানাব।’
‘আমি একটা জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। তবে আমাদের ভাইস প্রেসিডেন্টদের মধ্যে দুইজন ভাইস প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন। তাই আমি বৈঠক ডাকতে পারিনি। উনারা কাল পরশু দেশে এসে পৌছাবেন। সকলে এসে পৌঁছালে পরশু দিন আমরা বৈঠক ডেকে সিদ্ধান্ত নেব। এরপর আপনাদের জানিয়ে দেব পরবর্তী পদক্ষেপ কি হবে।’
এদিকে ফিফা নিষেধাজ্ঞা দেয়ার পর সোহাগের সঙ্গে যোগাযোগ করেছিলেন সালাহউদ্দিন। আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা তার প্রতি অবিচার করেছেন বলে জানিয়েছেন সোহাগ।
সালাহউদ্দিন বলেন, ‘ইথিক্স কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে এটা নিয়ে আমি সোহাগের সঙ্গে কথা বলেছি গতকাল রাতে। সে আমাকে বলেছে, এথিক্স কমিটির যে সিদ্ধান্ত সেটা তার ওপর অবিচার করা হয়েছে। এবং এটা নিয়ে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে যাবে বলে আমাকে জানিয়েছেন। ’
সোহাগের বিষয়ে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আপাতত ফিফা যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেখানেই আছি। বাদ-বাকি বাফুফে কি সিদ্ধান্ত নেবে তার জন্য সকলকে দুইদিন অপেক্ষা করতে হবে। সোমবার দিন ফিফা খুলবে, এরপর আমি ফিফার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো। আমরা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নিব আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। ’