সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকরি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। তাছাড়া এ শোভাযাত্রাকে আরো আকর্ষণীয় করতে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও মহিষের গাড়ি নানা সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করে।
শোভাযাত্রা শেষে সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা সহ শহরের নানা সংগঠন জাতীয় সংগীত, বৈশাখী গান, নৃত্য, লোকজ সংগীতে অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর ও এএসপি সজিব খান প্রমুখ ।
Please follow and like us: