কলারোয়ায় সোয়াব বাংলাদেশের পক্ষ থেকে দুস্থ: অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় সোয়াব বাংলাদেশের পক্ষ থেকে ও সীমান্ত উন্নয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ২শত দুস্থ: অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বলিয়ানপুর গ্রামে ওই ইফতার সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), সোয়াব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান, সহ প্রোগ্রাম অফিসার তানভীর আহম্মেদ শুভ, সীমান্ত উন্নয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় নির্বাহী পরিচালক সাকিলা ইয়াসমিন জুই, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সহকারী শিক্ষক আব্দুর রশিদ, প্রভাষক ইছানুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী, সরদার জিল্লুর, রাজু রায়হান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০০জন দুস্থ: অসহায় মানুষের মাঝে চাল-১০কেজি, ডাল-১কেজি, চিনি-১কেজি, ছোলা-১কেজি, তেল-২লিটার, লবন-১কেজি, মুড়ি-১কেজি ও খেজুর-১কেজি করে দেয়া হয়েছে।