সাতক্ষীরায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নবম ও দশম শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নবম ও দশম শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সদর উপজেলা ডিজিটাল কন্যারে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তাহমিনা ইসলাম সিম্মী, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাতক্ষীরা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, সাবেক ইউপি সদস্য এসএম রেজাউল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার ৮টি বিদ্যালয়ের ৩৭৬ জন শিক্ষার্থীর মাঝে এই ট্যাব বিতরণ করা হবে বলে জানা যায়।