কলারোয়ায় ৪হাজার কৃষকের মধ্যে ব্রি-৪৮/৯৮ধানের বীজ ও সার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় ৪হাজার কৃষকের মধ্যে ব্রি-৪৮/৯৮ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (০৩এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ওই সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান, অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক ওমর আলী, সাংবাদিক জুলফিকার আলী ও কলারোয়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের কৃষক/কৃষাণীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, কলারোয়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের কৃষক/কৃষাণীগণের মধ্যে ব্রি-৪৮ ও ৯৮ ধানের বীজ ৫কেজি, এমওপি সার-১০কেজি ও ডিওপি সার-১০কেজি করে বিতরণ করা হয়েছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)