আশাশুনিতে পশু পালন বিষয়ক প্রশিক্ষন চলছে
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনি উপজেলার শ্রীউলায় আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে গবাদি পাশু পালন বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
ইউনিয়নের ৩০ জন প্রশিক্ষণার্থীর অংশ গ্রহনে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর কুমার বাছাড় দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক।
বেকারত্ব দূরীকরণ ও মানুষদেরকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে আয়োজিত প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটনারী অন ফিল্ড সহকারী অংকন দাশ ও শোভনালীর সফল আত্মকর্মী তানিয়া সুলতানা। কোর্স পরিচালনা করছেন সহঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী সুবীর হাসান ও আহমেদ তাহমীর সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু হাসান। আগামী বুধবার প্রশিক্ষণ সমাপ্ত হবে।