শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে নৌকুডুবিতে নিখোঁজ জেলে রুহুল কুদ্দুসের লাশ উদ্ধার
রঘুনাথ খাঁ:
সাতক্ষীরার শ্যামনগরের কালিন্দীসহ পাঁচ নদীর মোহনায় কালবৈশাখী ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ জেলে রুহুল কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবনের উলুখালির নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত রুহুল কুদ্দুস (৫০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের রমজান গাজীর ছেলে।
কৈখালি গ্রামের আব্দুর রশিদ জানান, তার ভাই রুহুল কুদ্দুস বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিি সহ ৫ নদীর মোহনায় মাছ ধরার সময় কালবৈশাখীর ঝড়ে নৌকা ডুবিতে নিখোঁজ হয়। এরপর থেকে কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, নৌপুলিশ ও কোষ্ট গার্ডসহ স্থানীয় জনপ্রতিনিধিরা কুদ্দুসকে উদ্ধারের জন্য সুন্দরবন সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবনের উলুখালি নদী থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়।
শ্যামনগরের রায়নগর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক কুমার সরকার জানান, কুদ্দসের লাশ উদ্ধার করে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, নিখোঁজ জেলে রুহুল কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় কালবৈশাখীর ঝড়ে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, রমজাননগর ও কৈখালি ইউনিয়নের ২০টি গ্রামের চার শতাধিক আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। গাছপালা ও বিদ্যুতের খুঁটি পড়ে যায়। কৈখালি গ্রামের জেলে রুহুল কুদ্দুস মাছ ধরতে যেয়ে কালিি সহ সুন্দরবন সংলগ্ন পাঁচ নদীর মোহনায় নৌকা ডুবিতে নিখোঁজ হয়।