দেবহাটায় বিশ্ব পানি দিবস পালন
স্টাফ রিপোর্টার:
দেবহাটায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ব্র্যাক ওয়াশ প্রকল্পের সহযোগীতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়। এ লক্ষ্যে সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালী বের হয়। র্যালীটি প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছে উন্মুক্ত আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আশালতা খাতুনসহ বিভিন্ন দপ্তরের অফিসার ও স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।