শ্যামনগরে জলবায়ু সহিষ্ণু ও নারীবান্ধব প্রযুক্তি নির্ভর জীবিকায়নের উপর প্রশিক্ষণ
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু সহিষ্ণু ও নারীবান্ধব প্রযুক্তি নির্ভর জীবিকায়নের ওপর মুন্সীগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টে ৯ মার্চ সকাল ১০ টায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্স স্টাডিজি ও সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইনভারমেন্ট রিসার্চ সহযোগিতায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রান্স ( বিসিসিটি) কর্মশালায় উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও নিগোসিয়েশন) বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপসচিব মু: খায়রুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (পরিবীক্ষণ-২) বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মো: মোস্তফা রায়হান, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন , প্রকল্পের পটভূমি নিয়ে আলোচনা করেন (বিসিএএস) এর প্রোগ্রাাম ম্যানেজার মোহাম্মোদ আরিফুল হক, আরো উপস্থিত থেকে সহযোগিতা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় সিনিয়র গবেষণা সহযোগী মোহাইমিন- উল- কবীর, বিসিএস এর সিনিয়র রিসার্চ অফিসার মো: আসাদুজ্জামান শাহিন, তোফায়েল আহমেদ। প্রাণী সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, সহকারী কৃষি কর্মকর্তা গাজী আব্দুস সালাম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী, দক্ষিণ কদমতলার জলবায়ু ঝুঁকিপূর্ণ ৫০ টি পরিবারের মাঝে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। এছাড়া দক্ষিণ কদমতলায় গ্রামে সুপেয় খাওয়ার পানির সংকটে দুই টি স্থানে ৫ হাজার লিটার পানি ড্রাম স্থাপন করা হয়েছে।
Please follow and like us: