তালায় আন্তর্জাতিক নারী দিবস পালিত,বিশিষ্ট ৩ জনকে সম্মাননা প্রদান
ফারুক সাগরঃ
সাতক্ষীরার তালা উপজেলায় “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই শ্লোগানকে সামনে রেখে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার (৮ মার্চ) সকালে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর ও তালা উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি,আলোচনা সভা,বাল্যবিবাহ প্রতিরোধে অসামান্য সহযোগিতার জন্য তিন বিশিষ্ট জনকে সম্মাননা, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো:রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ীসহ বীর মুক্তিযোদ্ধা মো:আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ মো:আব্দুর রহমান, তালা থানার (এস আই) রাজীব সরদার, নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলশাহানারা খাতুন, সংরক্ষিত নারী ইউপি সদস্য জাকিয়া সুলতানা ইতি, রুপালী পরিচালক সফিকুল ইসলাম, উত্তরণের সাধনা রানী গুহ প্রমুখ।
এসময় বাল্যবিবাহ প্রতিরোধে অসামান্য সহযোগিতার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে তালার তেঁতুলিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য জাকিয়া সুলতানা ইতি, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান এবং দৈনিক ইত্তেফাক ও জন্মভূমি পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সেই সাথে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
Please follow and like us: