পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশ নিহত
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় পুলিশের অন্তত ৯ সদস্য নিহত ও আরো ১৩ জন আহত হয়েছেন।
সোমবার (০৬ মার্চ) প্রদেশটির বোলান এলাকায় বোমা হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছে।
বেলুচিস্তানের কাচির জ্যেষ্ঠ পুলিশ সুপার মাহমুদ নোতেজাই হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, সিবি এবং কাচি সীমান্ত-লাগোয়া বোলানের কামব্রি সেতুতে বিস্ফোরণ ঘটেছে।
এই পুলিশ কর্মকর্তার মতে, প্রাথমিক প্রমাণে ইঙ্গিত মিলেছে যে, বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা। তবে হামলার প্রকৃত ধরন তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।
সিনিরর পুলিশ কর্মকর্তা নোতেজাই বলেছেন, আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড এবং নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।
তিনি আরো বলেন, এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। হামলার শিকার বেলুচিস্তান কনস্ট্যাবুলারি (বিসি) হলো প্রাদেশিক পুলিশ বাহিনীর একটি বিভাগ যারা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং কারাগারসহ সংবেদনশীল এলাকায় নিরাপত্তা প্রদান করে।
এদিকে এখন পর্যন্ত কোনও গোষ্ঠি এ হামলার দায় স্বীকার করেনি।