আশাশুনিতে জাতীয় ভোটার দিবস পালিত
জি এম মুজিবুর রহমান:
আশাশুনিতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিস এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নির্বাচন অফিস চত্বরে গিয়ে শেষ হয়। ‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। সভায় নির্বাচন অফিসার অনুজ গাইন, পিআইও সোহাগ খান, আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, প্রভাষক প্রবীর দাশ, শিক্ষক আলমগীর হোসেন, নির্বাচন অফিসের অফিস সহকারী ডি এম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: