তালায় বাল্যবিবাহ বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ
ফারুক সাগরঃ
সাতক্ষীরার তালা উপজেলার তালায় অপ্রাপ্তবয়স্ক ছেলের সাথে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ নিষেধাজ্ঞা আরোপ করেন। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক তাদেরকে কারাদন্ড ও জরিমানা করা হবে বলে জানানো হয়। এ নিয়ে চলতি ফেব্রুয়ারি মাসে ১২ টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের ১৫ বছর বয়সী ছেলের সাথে একই ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের নবম শ্রেণির ছাত্রীর বিয়ে ঠিক হবার খবর শোনা যায়। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার তাদেরকে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এসময় তাদের স্বজনরা নিজেদের ভুল বুঝতে পারেন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেয়া হবে না বলে মুচেলকা গ্রহণ করা হয়। এনিয়ে চলতি মাসে ১২টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে বলেন তিনি।
Please follow and like us: