সুন্দরবনে ৩০০ কেজি কাঁকড়াসহ আট জেলে আটক
নিজস্ব প্রতিবেদক:
সুন্দরবনের নদীতে প্রজনন মৌসুমে অবৈধভাবে কাঁকড়া ধরার অভিযোগে আটজন জেলেকে আটক করেছে বনবিভাগ। রবিবার ভোর তিনটার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশনের আওতাধীন কালিরখাল থেকে এসব আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মোঃ আব্দুল করিম, আল মামুন ইসলাম, নজরুল ইসলাম, ইয়ারুল ইসলাম, নূর ইসলাম, আবু হাসান গাইন, মোঃ রবিউল ইসলাম ও শাজাহান আলী।
বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা নূরে আলম জানান, গোপন খবরের ভিত্তিতে রবিবার ভোর তিনটার দিকে তার নেতৃত্বে বনকর্মীরা কালিরখাল এলাকা থেকে ৩০০ কেজি কাঁকড়া, আটজন জেলে ও চারটি নৌকা আটক করেন।
এ ব্যাপারে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারি বনসংরক্ষক একেএম ইকবাল হোসেন চৌধুরী জানান, আটককৃত জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে রবিবার বিকেলে সাতক্ষীরা আদালওেত পাঠানো হয়েছে।