তালায় কোন প্রশিক্ষণ ছাড়াই বড় সাপ ধরলেন এক যুবক
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামের একটি বসত বাড়ি থেকে কোনো প্রশিক্ষণ ছাড়াই অনুমানিক ৬ ফুট লম্বা একটি দারাস সাপ ধরছে সাধারণ আবু বক্কার শেখ । বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় এই সাপ টি ধরা পরে। পরবর্তীতে তাকে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে আবু বক্কার শেখ জানান , আমি মধ্য আটারই শপিং ভ্যালি ফুড প্রোডাক্টাস এ কাজ করছিলাম এমন সময় জানতে পারি যে পার্শ্ববর্তী একটি বাড়িতে ঘরের ভিতরে অনেক বড় একটি সাপ ডুকছে আমি কোন প্রশিক্ষণ ছাড়াই সেই সাপটি হাত দিয়ে ধরি এবং এই সাপকে দেখতে গ্রামের অনেক মানুষ সেখানে ভিড় জমান। সাপটি মারার জন্য আমরা সবাই উদ্যোগ নি ঠিক সে সময় এসে হাজির হন সাগর ভাই ।তিনি সাপটি মারতে নিষেধ করেন এবং সবাইকে বুঝিয়ে বলেন সাপ আমাদের বন্ধু। সাপ আমাদের অনেক উপকার করে,সাপকে কেউ মারবেন না। তার কথায় আমরা সবাই বুঝতে সক্ষম হই এবং
পরবর্তীতে বন্যপ্রাণী প্রেমিক সাংবাদিক জহর হাসান সাগর ভাইয়ের উপস্থিতিতে পাশের একটি বাগানে সাপটি অবমুক্ত করা হয়। এ বিষয়ে জহর হাসান সাগর জানান-আমি মুটো ফোনে জানতে পারি যে একটি বাড়িতে অনেক বড় একটি সাপ ধরা পরছে এবং সেই সাপ টি মেরে ফেলার জন্য সবাই প্রস্তুতি নিয়েছিলেন তখনই আমি হাজির হয়ে সবাইকে বুঝিয়ে সাপটিকে পাশের একটি বাগানে অবমুক্ত করি। তবে এই নিয়ে আশেপাশে অনেক চান্সচলক সৃষ্টি হয়েছে।
Please follow and like us: