দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মোমিনুর রহমান:
দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিবসটি ঘিরে নানা কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার একুশের প্রথম প্রহরে কালো ব্যাচ ধরণসহ নব-নির্মিত দেবহাটা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মৎসর্গকারি সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, মুক্তিযোদ্ধা সাংসদ, প্রেসক্লাব, থানা পুলিশ, আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দল, সহযোগী সংগঠনসহ উপজেলার বিভিন্ন সামাজিক-সাংষ্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের নের্তৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের আগেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে নব-নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক, এমপি।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলসহ বিভিন্ন দপ্তরের অফিসার ও রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। শহিদ বেদিতে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি অফিস ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা পূর্ণ উত্তোলন পূর্বক অর্ধনমিত করা হয়। সকালে প্রভাতফেরী ও স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভাষা দিবস উদযাপনের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা সৈনিক প্রয়াত লুৎফর রহমান সরদারের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়। দুপুরে যোহরের নামাজ শেষে প্রত্যেকটি মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।