আগামী বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন নেইমার
স্পোর্টস ডেস্ক :
কাতার বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন নেইমার। এতটাই ভেঙে পড়েন যে পরবর্তী বিশ্বকাপ তো দূরের কথা, আর কখনো ব্রাজিলের হয়ে খেলবেন কিনা, তা নিয়ে দেখা দেয় সংশয়।
ম্যাচ সামনে রেখে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে মঙ্গলবার অনুশীলন করেছেন নেইমার। অনুশীলনের ফাঁকে ব্রাজিলের ক্রীড়াবিষয়ক টিভি চ্যানেল টিএনটি স্পোর্টসকে সাক্ষাৎকারও দিয়েছেন। ৩১ বছর বয়সি তারকার সঙ্গে কথা বলেছেন নারী সাংবাদিক ক্লারা আলবুকার্ক।
সাক্ষাৎকারে নেইমার বলেন, তাতে ব্রাজিল সমর্থকদের খুশিই হওয়ার কথা। ২০২৬ বিশ্বকাপ খেলার ইঙ্গিত দিয়েছেন নেইমার। এর আগেও এ ব্যাপারে অনেক সাংবাদিক তার কাছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গেছেন অথবা সময় চেয়েছেন তিনি। তবে কাল সাংবাদিক আলবুকার্কের সব প্রশ্নের উত্তর হাসিমুখেই দিয়েছেন।
নেইমার বলেন, ‘আমি বছর ধরে ধরে এগিয়ে যেতে চাই। এর পর দেখব কী হয়। অবশ্যই অনেক বড় একটা স্বপ্ন আছে। সেটি হলো বিশ্বকাপ জয়।’
পরবর্তী বিশ্বকাপ আসতে আসতে নেইমারের বয়স হবে ৩৪ বছর। তবে মেসি ৩৫ বছর বয়সে কাতার বিশ্বকাপ জিতে আরেকবার প্রমাণ করেছেন, বয়স শুধুই একটা সংখ্যা।
ক্লাব সতীর্থ মেসির অনুপ্রেরণাতেই ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন বুনছেন নেইমার, ‘লিওয়ন সবসময়ই অনুপ্রেরণা। সে সবসময় আমাকে সহযোগিতা করে, উৎসাহিত করে। তাকে ৩৫ বছর বয়সে বিশ্বকাপ জিততে দেখে আমিও এটি নিয়ে ভাবতে শুরু করেছি।