কলারোয়ায় বর্ণিল সাজে বসন্তবরণ ও পিঠা উৎসব উদযাপন
কামরুল হাসান:
“বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা, কারা যেন ডাকিলো পিছে বসন্ত এসে গেছে”- বসন্তের আগমনী এ সঙ্গীতের মূর্ছনায় কলারোয়ায় উদযাপিত হলো বসন্তবরণ ও পিঠা উৎসব। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত এ উৎসবের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতির বিভিন্ন পিঠাপুলি পসার বসানো হয়। গোটা অনুষ্ঠানস্থল নানা রঙের ফুলে ও আবিরে সাজানো হয়। বর্ষবরণ অনুষ্ঠানে পেশাদার ও শৌখিন সঙ্গীতশিল্পীদের পরিবেশিত বসন্তের সঙ্গীত অতিথি ও শ্রোতাসাধারণের মুগ্ধ করে। শখের বশে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের কন্ঠে-“আহা আজি এ বসন্তে এতো ফুল ফুটে, এতো বাঁশি বাজে, এতো পাখি গায়” গাওয়া গানটি উপস্থিত দর্শক শ্রোতাদের বিমোহিত করে। এছাড়া, “ওরে ও গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল”, ” বসন্ত এসে গেছে”, “মিলন হবে কতো দিনে”- এসব নানা সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশনও ছিলো মনোমুগ্ধকর।
অনুষ্ঠানে শৌখিন শিল্পীদের মধ্যে আরও সঙ্গীত পরিবেশন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহাবুবুর রহমান সান্টু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক, স্থানীয় কণ্ঠশিল্পী শীলা রাণী হালদারসহ শিশু শিল্পীরা। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনন্দ উপভোগ করেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, কলারোয়ার কৃতি সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী এস. এম আলতাফ হোসেন লাল্টু,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, বেনজির হোসেন হেলাল, শেখ সোহেল রানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের মাঝে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের আতিথিয়েতায় বিভিন্ন পদের সুস্বাদু পিঠাপুলি পরিবেশন করা হয়।
Please follow and like us: