তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ছাড়ালো ৩৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্ক ও সিরিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ হাজার ২১৭ জনে দাঁড়িয়েছে। সোমবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

তুরস্কের জরুরি সমন্বয় কেন্দ্র সাকম জানায়, কেবল তুরস্কেই মৃতের সংখ্যা ৩১ হাজার ৬৪৩ জনে পৌঁছেছে।

সিরিয়ায় এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৫৭৪ জন। স্যালভেশন গভর্নমেন্ট গভর্নেন্স অথরিটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, উত্তর-পশ্চিম সিরিয়ার বিরোধী-নিয়ন্ত্রিত অংশেই মারা গেছেন ৩ হাজার ১৬০ জন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সরকার নিয়ন্ত্রিত অংশে মারা গেছেন ১ হাজার ৪১৪ জন।

১৯৯৯ সালের পর থেকে তুরস্কে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে হাজার হাজার ভবন ধসে পড়েছে, হাসপাতাল ও স্কুল ধ্বংস হয়ে গেছে। এতে তুরস্ক ও সিরিয়ার বেশ কয়েকটি শহরে কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)