দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস
নিউজ ডেস্ক:
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া দেশের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে ভারি কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চাচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
Please follow and like us: