কালিগঞ্জে জমি আত্মসাতের লক্ষ্যে এক মানসিক প্রতিবন্ধিকে কুপিয়ে জখম. গ্রেপ্তার-১
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :
জমি আত্মসাতের উদ্দেশ্যে এক মানসিক রোগীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য তমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মেহেদী হাসান ওরফে রোমানকে গ্রেপ্তার করেছে।
কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে অলিউলাহ জানান, তার শ্বশুর মুনসুর মোড়ল মারা যাওয়ার পর মোয়াজ্জেম মোড়ল ও মোশারররফ মোড়ল ৮৫ বিঘা করে জমি পান। মোশাররফ মোড়ল মানসিক রোগী হওয়ায় তার জমি আত্মসাতের লক্ষ্যে বিভিন্নভাবে আটকে রাখতো মোয়াজ্জেম ও তার ছেলেরা।
এরই ধারাবহিকতায় শুক্রবার রাত ৮টার দিকে মোয়াজ্জেম মোড়লের ছেলে মেহেদী হাসান, বাসিক মোড়ল, তাদের বাড়ির কর্মচারি রাইসুল গাজী, মোয়াজ্জেম মোড়লের স্ত্রী নাসরিন নাহার রুনা ও মেহেদীর স্ত্রী ইতি পারভিন জোরপূর্বক মোশাররফ হোসেনকে রান্নাঘরে ধরে নিয়ে যেয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে ঘরের মধ্যে আটকে রাখে। মোশাররফ হোসেনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান, এ ঘটনায় মোশাররফ হোসেনের ভগ্নিপতি ওবায়দুলাহ বাদি হয়ে শনিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মেহেদী হাসান নামের একজনকে গ্রেপ্তার করেছে।