১৯৫ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার
নিউজ ডেস্ক:
টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ১৯৪ কোটি ৭০ লাখ টাকা খরচ হবে।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে গ্লোবাল কর্পোরেশনের কাছ থেকে এই তেল কেনা হবে।
এর আগে, গত ১৯ জানুয়ারি টিসিবির জন্য ২০০ কোটি ২০ লাখ টাকায় ১০ লাখ মেট্রিক টন সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়।
এছাড়া গত বছরের ২৯ ডিসেম্বর ৮১ কোটি ১৮ লাখ টাকার ৪৪ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেয় সরকার।
Please follow and like us: