তালায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
Post Views:
২৫১
ফারুক সাগরঃ
সাতক্ষীরা – খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় আয়ুব আলী মোড়ল (৫৮) নামে এক ব্যবসায়ীর প্রানহানী ঘটেছে। রোববার(২৯ জানুযারি) দুপুরে মহাসড়কের তালা উপজেলার মদনপুর নামক এলাকায় মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত আয়ুব আলী একই এলাকার মৃত নওয়াব আলী মাষ্টারের ছেলে। তিনি ফার্নিচার ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মশিয়ার রহমান প্রতক্ষদর্শীর বরাত দিয়ে জানান, দুপুর দেড়টার দিকে মোটরসাইকেল যোগে ব্যবসায়ীক কাজে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন আয়ুব। ওই সময়ে মহাসড়কে ওঠার পর খুলনা থেকে সাতক্ষীরা গামী একটি দ্রুতগামী ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা মারে। এতে তিনি গুরত্বর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে কলেজে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)চৌধুরীর রেজাউল করিম বলেন,সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে জানান ওই কর্মকর্তা।