ইউক্রেন যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দিলো রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেন যুদ্ধে শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দিয়েছে রাশিয়া। তার পরিবর্তে রুশ বাহিনীর কমান্ডার হিসেবে সেনাবাহিনীর বর্তমান চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জেনারেল সের্গেই সুরোভিকিন গত অক্টোবর থেকে ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তাকে শীর্ষ কমান্ডারের পদ থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি এখন থেকে জেনারেল গেরাসিমভের অধীনে রুশ বাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করবেন।
ইউক্রেন অভিযানরত সেনা সদস্যদের বিভিন্ন দলের মধ্যে সমন্বয়, রণকৌশল নির্ধারণ এবং যুদ্ধে সেনাদের নিহতের ঘটনা হ্রাসে কার্যকর নেতৃত্বের প্রয়োজন ছিল বলেও এতে জানানো হয়।
ভ্যালেরি গেরাসিমভ ২০১২ সাল থেকে রাশিয়ান সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পদে দায়িত্ব পালন করছেন। সোভিয়েত ইউনিয়ন পরবর্তীকালে তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাশিয়ায় এই পদের দায়িত্বে রয়েছেন।