শীত কমে তাপমাত্রা বেড়েছে, বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক:

সারাদেশে বয়ে যাওয়া হাড়কাঁপানো কনকনে শীতের পর তাপমাত্রা কিছুটা বেড়েছে। এ তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে।

মঙ্গলবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। তবে আগামী কয়েক দিন এই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে বুধবার তাপমাত্রা কমতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা বাড়তে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মঙ্গলবার মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)