তামান্নার হত্যাকারীদের জামিন বাতিল ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার আলোচিত তামান্না হত্যা মামলার বাদী তামান্নার বাবা ও তার পরিবারের ওপর জামিন প্রাপ্ত আসামিদের মামলা তুলে নেওয়া ও জীবননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ঃ৩০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে তামান্নার মা বলেন, ‘আমার মেয়েকে তারা নৃশংসভাবে হত্যা করেছে আমি তাদের বিচার চাই। সম্প্রতি পাঁচ আসামি জামিনে মুক্তি পেয়ে আমার ও আমার পরিবারের উপর নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে। মামলা তোলার জন্য বিভিন্ন ভাবে চাপ দিচ্ছে তারা। মামলা না তুললে আমার ছোট মেয়ের ক্ষতি করবে বলে হুমকি দিয়েছে।’
জেলা ভূমিহীন কমিটির সভাপতি আব্দুস সাত্তার বিক্ষোভ সমাবেশে বলেন, ‘একজন জীবিত মানুষকে যেভাবে পেট্রোল দিয়ে পুড়িয়ে তারা হত্যা করেছে এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তারা জেল থেকে বের হয়ে এসে তামান্নার পরিবারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। আমি মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ জামিন বাতিলের আবেদন জানাচ্ছি। সাথে সাথে মনুষ্যত্বহীন এ কাজের জন্য দোষীদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
মানববন্ধন বিক্ষোভ সমাবেশে অন্যানের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন, তামান্নার স্বামী ফরহাদ, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, চিংড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজাদ হোসেন, সদস্য সচিব বিপ্লব সহ অন্যান্যরা। মানববন্ধনে উপস্থিত সবাই তামান্না হত্যাকারীদের জামিন বাতিলের দাবি জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।
Please follow and like us: