এবার মেসির মুকুটে যোগ হলো আরেকটি পালক
স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। যার বদৌলতে একের পর এক সম্মাননা যোগ হচ্ছে তার ব্যক্তিগত অর্জনের মুকুটে। এবার তাতে যোগ হলো আরেকটি পালক। ফ্রান্সের চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন জাদুকর।
১৯৪৬ সাল থেকে ফ্রান্সের সব খেলার মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচন করে আসছে দেশটির পত্রিকা লেকিপ। ১৯৭৫ সাল থেকে আরো একটি পুরস্কার সংযোজন করে তারা। ফ্রান্সের সেরা খেলোয়াড়ের সঙ্গে তারা দিতে শুরু করে বিশ্বের সব খেলার সেরাদের মধ্যে সেরা খেলোয়াড়ের মুকুট ‘চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস পুরস্কার’।
এবার বিশ্বের সব খেলার সেরা খেলোয়াড়দের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন মেসি। মজার ব্যাপার হচ্ছে, বিগত ১১ বছরের মধ্যে এই প্রথম কোনো ফুটবলার এই পুরস্কারটি জিতলেন। এই ১১ বছরে দুবার বিশ্বকাপ হলেও কোনো ফুটবলার জিততে পারেননি এ পুরস্কার।
আরো অবাক তথ্য হলো, ১১ বছর আগেও লেকিপের এ পুরস্কার জেতা ফুটবলার ছিলেন মেসিই। এবার মেসির সঙ্গে লড়াইয়ে ছিলেন ২০২২ সালে দুটি গ্র্যান্ড স্লাম (অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন) জেতা স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল।
ঐদিকে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে জিতেছেন ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এমবাপ্পে পেছনে ফেলেছেন স্বদেশি তারকা করিম বেনজেমা ও ২০২২ শীতকালীন অলিম্পিকে দুটি সোনা জেতা বাইঅ্যাথলেট কুয়েনতিন ফিলো-মাইলেতকে।
পুরস্কারটি দেওয়া হয় লেকিপের সম্পাদকীয় বিভাগের সাংবাদিকদের ভোটে। প্রত্যেক সাংবাদিকের ব্যালটে প্রথম হওয়া খেলোয়াড় পান ৬ পয়েন্ট, দ্বিতীয় হওয়া খেলোয়াড় পান ৪ পয়েন্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হওয়া খেলোয়াড় পান যথাক্রমে ৩, ২ ও ১ পয়েন্ট।