সাতক্ষীরায় শৈত্য প্রবাহে শ্রমজীবী মানুষ শীতকে উপেক্ষা করে বের হচ্ছেন কাজের সন্ধানে!
নিজস্ব প্রতিনিধি:
উত্তরের হিমেল হাওয়ায় সাথে তীব্র শৈত্য প্রবাহে সাতক্ষীরা জেলার শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ কাহিল হয়ে পরেছেন। এর পরেও জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে তারা বের হচ্ছেন কাজের সন্ধানে। কুয়াশার জাল যখন অন্ধকার করে রাখছে তখনো এসব মানুষ বেঁচে থাকার লড়াইয়ে জন্য মাঠে কাজ করে যাচ্ছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় সাতক্ষীরায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ।
Please follow and like us: