তালায় নদ বিষয়ক সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার অন্যতম প্রধান নদ কবোতাক্ষ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২জানুয়ারি) মাগুরা আইডিয়াল মহিলা কলেজে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ময়নুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিললুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, অধ্যক্ষ রাম প্রসাদ দাস, আওয়ামী লীগের নেতা আব্দুল হান্নান গাজী, উপজেলা ওয়ার্কাস পার্টির নেতা প্রভাষক হিরন্ময় মন্ডল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, তকিমুজ্জামান, আতাউর রহমান, গৌর পদ মন্ডল, শফিকুল বিশ্বাস, উত্তরণ কর্মকর্তা মনিরুজ্জামান জমার্দ্দার প্রমুখ।
“নদী বাঁচলে আমরা বাঁচবো” এই শ্লোগান উপলক্ষে আলোচনায় সভায় বক্তারা বলেন,কবোতাক্ষ নদ এ অঞ্চলের প্রাণ। নদ বাঁচলে মানুষ বাঁচবে। খননকৃত নদকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। তারা আরও বলেন,কবোতাক্ষ নদকে ভরাট এবং দক্ষলের হাত থেকে রক্ষা করতে আমাদের সকলকে সচেতন হতে হবে।
Please follow and like us: