সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পান্ত
স্পোর্টস ডেস্কঃ
পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে সড়কে। এবার মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কয়কেদিন আগেই বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভারতীয় দলে ছিলেন পান্ত। সিরিজ শেষে ভারতে ফিরেছিলেন এ ক্রিকেটার। এরপর দিল্লি থেকে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তিনি। সেই যাত্রাপথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন এই তারকা।
দুর্ঘটনার সময় রুরকিতে নিজের বাড়ি থেকে কিলোমিটার বিশেক দূরে ছিলেন তিনি। মোহাম্মদপুর ঝালের কাছে নারসান সীমান্তে তার গাড়ি গিয়ে আঘাত করে রাস্তার ডিভাইডারে। দুমড়েমুচড়ে যাওয়ার পরে গাড়িতে আগুন ধরে যায়।
দুর্ঘটনায় বেশ ভালোই চোট পেয়েছেন ঋষভ। তার পা, পিঠ ও কপাল আঘাত লেগেছে। দেরি না করে তাকে দ্রুত সাকশাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চেয়ারম্যান ডা. সুশীল নাগার জানিয়েছেন, পান্তের বর্তমান অবস্থা বেশ স্থিতিশীল।
দুর্ঘটনার সময় আশেপাশে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়কের ডিভাইডারে আঘাত করা মাত্রই পান্তের গাড়িতে আগুন ধরে যায়। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর পান্তকে সেখান থেকে বের করে হাসপাতালে নেয়া হয়।