মা হারালেন নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির মা হীরাবেন মারা গেছেন। শুক্রবার ভোর সাড়ে ৩টায় আমদাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার হঠাৎ শরীর খারাপ হওয়ায় নরেন্দ্র মোদির মা হীরাবেনকে আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি কী কারণে অসুস্থ ছিলেন তা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়নি। যেদিন তাকে ভর্তি করা হয় সেদিনও হাসপাতালে গিয়ে মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী।
এদিকে, মা হীরাবেন মোদীর মৃত্যুর খবর পেয়ে সব কর্মসূচি বাতিল করে আমদাবাদ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমদাবাদ পৌঁছেই কাঁপা কাঁপা হাতে মায়ের দেহ কাঁধে করে নিয়ে ভাইয়ের বাড়ির বাইরে বের হন প্রধানমন্ত্রী মোদী। দৃষ্টি নিচের দিকে স্থির। তার পাশে ও পেছনে পরিবার, আত্মীয়-স্বজনদের ঢল। মাকে কাঁধ দিতে দেখা যায় প্রধানমন্ত্রীর ভাইকেও।
সংবাদ সংস্থা জানায়, হীরাবেনের দেহ একটি শববাহী গা়ড়িতে তোলা হয়েছে। সেই গাড়িতে উঠেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই হীরাবেনের দেহ নিয়ে আমদাবাদ থেকে গান্ধীনগরের উদ্দেশে রওনা দেওয়া হবে। গান্ধীনগরেই তার শেষকৃত্য হবে।
হীরাবেনের মৃত্যুতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা শোক জানিয়ে বার্তা প্রকাশ করেছেন।