গৃহযুদ্ধ হবে যুক্তরাষ্ট্রে, প্রেসিডেন্ট হবেন ইলন মাস্ক!
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। চলতি সপ্তাহে তিনি রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনে নতুন দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার পরই তিনি আশঙ্কা করেছেন, আগামী বছর জার্মানি ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হতে পারে, যা দেশটির প্রেসিডেন্টের আসনে বসাবে স্পেসএক্স মালিক ইলন মাস্ককে।
রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। এর আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চার বছর কাজ করেন। ওই সময় পুতিন ছিলেন প্রধানমন্ত্রী। ক্রেমলিনে তার দ্রুত উত্থান হচ্ছে। সোমবার সামরিক শিল্প দেখাশোনায় নিয়োজিত একটি কমিটিতে তাকে পুতিনের ডেপুটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিজের টেলিগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে ২০২৩ সালের পূর্বাভাসে মেদভেদেভ লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নে ফিরতে পারে ব্রিটেন। যার ফলে অঞ্চলটিতে ধস নামবে।
টেসলার মালিক মাস্ক এখন টুইটারেরও কর্ণধার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা মেদভেদেভের টুইট মাস্কের নজর এড়ায়নি। মেদভেদেভের বেশ কয়েকটি পূর্বাভাসের সমালোচনা করেছেন তিনি। অতীতে মাস্কের প্রশংসা করেছিলেন এই রুশ কর্মকর্তা।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর নিজেকে এই যুদ্ধের একজন সমর্থণকারী হিসেবে প্রমাণ করেছেন মেদভেদেভ। গত সপ্তাহে তিনি বিরল সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পররাষ্ট্রনীতি নিয়ে বৈঠক করেছেন।
রাজনৈতিক বিজ্ঞানী ভ্লাদিমির পাস্তুখব বলছেন, প্রকাশ্যে মেদভেদেভের সোচ্চার কণ্ঠ পুতিনের সুনজর কাড়তে সক্ষম হয়েছে। তার টেলিগ্রাম পোস্টগুলো অন্তত একজন পাঠক ও প্রশংসাকারী পেয়েছে, তিনি হলেন পুতিন।
৫৭ বছর বয়সী পুতিন মিত্র মেদভেদেভ এক সময় নিজেকে সংস্কারকামী হিসেবে তুলে ধরেছিলেন। রাশিয়াকে ‘মুক্ত’ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতেও রাজি ছিলেন তিনি।