বুধহাটা ও বাউচাষ স্কুলে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :

আশাশুনি উপজেলার বুধহাটা গণশিক্ষা কেন্দ্র ও বাউচাষ স্কুলে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠান দু’টিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধহাটা শিশু ও গণশিক্ষা কেন্দ্র ঃ ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত বুধহাটা পূর্বপাড়া জমে মসজিদে মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কেন্দ্রে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি রজব আলি সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সদস্য মহিদুল ইসলাম, রমজান আলি, রাহুল, আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয় এবং সকল শিক্ষার্থীকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।

বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়  শোভনালী ইউনিয়নের ৩নং বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি মানিক চন্দ্র বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জমিদাতা আলা উদ্দিন সরদার, প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পর প্রত্যেক শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী এবং স্কুলে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)